পোস্টগুলি

টাইগার শর্ফের মত দেখতে বাংলাদেশি জাহাজ ভাঙ্গা কর্মি ভাইরাল।

ছবি
 © Ig / imagesbyabhishek বলিউডের একজন জনপ্রিয় তারকা টাইগার শর্ফের মত দেখতে বাংলাদেশি জাহাজ ভাঙ্গার  কর্মি ভাইরাল হয়েছেন। টাইগার সর্ফের চোখ দু'টো দেখতে হলুদ না হলেও। বডি প্রায় একি রকম দেকতে। কিন্তু তার নাম আর ঠিকানাটা সঠিক ভাবে জানা যায়নি। ছবিটি YassY studio নামে একটি ফেসবুক পেজে শেয়ার করে তারা বলেন, ঢাকার পুনর্ব্যবহারকারী জাহাজ ভাঙ্গা একজন শ্রমিক, তারা অন্য দেশ থেকে কেনা পুরানো জাহাজগুলি পুনর্নির্মাণের জন্য প্রায় শূন্য-সুরক্ষার পরিস্থিতিতে তারা দিনরাত কঠোর পরিশ্রম করে।  তিনি দেখতে সাধারণত বাংলাদেশী মডেলদের চেয়ে ভালো। এবং আরও বলেন এই ছেলের শুধুমাত্র টাইগার সার্ফের গায়ের রঙ এবং তার চোখের রঙ চেঞ্জ হয়েছে।  আমি তাদের মধ্যে কোন পার্থক্য দেখতে পাচ্ছি না।

ক্লাস ফাইভের মেয়ের সাথে প্রেম করে বিচি হারালেন কুমিল্লার রাসেল

ছবি
                  রাসেল এর বিচি। ছবিঃ বিবিসি ক্লাস ফাইভের মেয়ের সাথে প্রেম করায় বিচি হারালো কুমিল্লার রাসেল খোকা। ক্লাস ফাইভের মেয়ের সাথে প্রেম করে ধরা খাওয়ার পর তার বিচি কেটে নেয় উপজেলা চেয়ারম্যান কবির লালু। চেয়ারম্যান মি. কবির কেন এই কাজ করেন জানতে চাইলে তিনি বলেন "রাসেল প্রেম করেছে বড় কথা না বড় কথা হলো রাসেল ক্লাস ফাইভের মেয়ের সাথে প্রেম করেছে সে জন্য আমি তার বিচি কেটে নেওয়া হয়। সে সময় পুলিশ ছিলোনা পুলিশ থাকলে তার বিশেষ অঙ্গও খোয়াতে হতো। এবং তাকে পাঁচ হাজার একটাকা জরিমানা করা হয়। আমাদের কুমিল্লা প্রতিনিধি রাসেল খোকার অনুভূতি জানতে চাইলে তিনি বিলেন, " আমার শাস্তিতে আমি কুভ দুক্কু পেয়েচি, আমি যুবকদের বলবো আপনারা পেম করবেননা, করলেও ক্লাস ফাইভের মেইয়ার সাতে করবেন না"।  এবং তিনি আরও বলেন প্রেম করার চেয়ে চিরকুমার থাকা ভালো। This post is, just for fun.

৫৬ বছর চিরকুমার থাকায়, ফুলেল শুভেচ্ছা ফেলো নোয়াখালীর মুফিজ মিয়া।

ছবি
৫৬ বছর কুমার থাকায় উপজেলা চেয়ারম্যান থেকে ''ফুলেল শুভেচ্ছা ফেলো, এবং বিয়ে করার পরামর্শ পান নোয়াখালীর মুফিজ মিয়া''। আমাদের সুবর্ণচরের প্রতিনিধিকে তিনি জানান, আমি (মুফিজ মিয়া) নোয়াখালীর সুবর্ণচরের বাসিন্দা, আমি গ্রামের এক মেয়ের সাথে প্রেম করতাম, নাম ছিলো জরিনা মন্ডল দেখতেও কিছুটা রানু মন্ডলের মত। একদিন মুভির টিকেট কিনে প্রেমিকাকে বলে চল আমরা মুভি দেখতে যাবো কিন্তু তার প্রমিকা জরিনা রাজি না হয়ে সরাসরি না করে দেয় মুফিজেরও আর যেতে পারেনি। পরে টিকেট পুনরায় বিক্রি করতে না পেরে, রাগে ক্ষোভে প্রেমিকার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় মুফিজ মিয়া। সেই থেকে থেকে মুফিজ চিরকুমার রয়ে গেছে। তিনি ফুলেল শুভেচ্ছা এবং বিয়ের অফার পাওয়ায় তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, আমি উপজেলা চেয়ারম্যান থেকে ফুলেল শুভেচ্ছা পাওয়ায় আনন্দিত এবং উচ্ছাসিত কিন্তু আমি বিয়ে করবো না, আমার একটা জাস্ট ফ্রেন্ড আছে।

মন ভালো রাখার ১০ টি উপায়।

মন ভালো রাখতে কার না মন চায়? তাই আমি নিয়ে এলাম মন ভালো রাখার কিছু দারুন উপায়।   https://youtu.be/9PgoFVaCNfc

জীবনে সুখে থাকাটা খুব বেশী প্রয়োজন

ছবি
সুখী হতে আমরা কে না চাই? কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই এমন বলা হয় যে, মানুষ আসলে কখনোই পুরোপুরি সুখী হতে পারে না। কথাটা আংশিক সত্য বটে, তবে পুরোপুরি কি? কিছু ঘটনায় মানুষের হাত থাকে না। মানুষ তার নিজের জীবনের শতভাগ ঘটনা নিজে নিয়ন্ত্রণ করতে পারে না একথা সত্য। নিজের হাতে নিয়ন্ত্রণ থাকে না বলে সব ঘটনায় সুখী হওয়াও সম্ভব নয়। কিন্তু তারপরেও কিছু ব্যাপার থেকে যায় যেগুলো আমি-আপনি, আমরা যার যার জীবনে নিয়ন্ত্রণ করতে পারি। আর এগুলো আমাদের জীবনকে অনেকাংশেই সুখী করে তোলে। এই ব্যাপারগুলোকে আমরা কখনোই আলাদা করে তেমন একটা গুরুত্ব দিই না। কিন্তু, যখন এগুলো না থাকে তখন আমরা ঠিকই বুঝতে পারি, এগুলো আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। চলুন দেখে নেই এমনই কিছু বিষয় যেগুলো আমাদের জীবনকে সুখী করে তুলতে পারে: একটি পরিবার/ জীবনসঙ্গী: সুখী একটি জীবন গড়তে চাইলে পরিবার বা জীবনসঙ্গী বেছে নেয়ার কোন বিকল্প নেই। সারাদিন আমরা কর্মক্ষেত্রে বা বাইরের জগতে যতকিছুই অর্জন করি না কেন, দিনশেষে আমরা ফিরে আসি ঘরে, এটাই মানুষের প্রবৃত্তি। মানুষের আত্মার পরিশুদ্ধি, হাসি-কান্না, গ্লানি ইত্যাদি ভাগ করে নে...

কিভাবে একটি গল্প কাহিনী লিখবেন -Blog

ছবি
গল্প ছোট বড় সবাই পড়ে কেউ কেউ গল্প পড়তে বা লিখতে ভালোবাসে আর কেউ গল্প দেখেতে ভালোবাসেন যে মুভি, নাটক, ছোটগল্প ইত্যাদি। এখন আসুন আগে জেনেনি গল্প কাকে বলে। গল্প দু'প্রকার। ১| ছোটগল্প (নাটক বা শর্ট ফিল্ম)  ২| কাহিনী (মুভি বা ফিল্ম)  ছোটগল্পের সংজ্ঞার্থ কী সে নিয়ে সাহিত্যিক বিতর্ক ব্যাপক। এককথায় বলা যায়- যা আকারে ছোট, প্রকারে গল্প তাকে ছোটগল্প বলে। যে গল্প অর্ধ হতে এক বা দুই ঘন্টার মধ্যে এক নিশ্বাসে পড়ে শেষ করা যায় তাকে ছোট গল্প বলে। ছোটগল্প সাধারণত ১০ হতে ৫০ মিনিটের মধ্যে শেষ হওয়া বাঞ্ছনিয়। কাহিনী  বা  কল্পকাহিনী  কল্পনা থেকে সৃষ্ট কোনো গল্প  জগতের শ্রেণীবিভাগ, যা বাস্তব ঘটনা বা ইতিহাস পুরোপুরি মেনে চলে না।   কাহিনীকে বিভিন্ন রূপে প্রকাশ করা যায়, যেমন লিখন,  অভিনয় , চলচ্চিত্র,  টেলিভিশন অনুষ্ঠান, এনিমেশন, ভিডিও গেম  ও রোল-প্লেয়িং গেম। তবে শব্দটি প্রকৃত ও বহুল ব্যবহৃত অর্থে সাহিত্যের বর্ণনাধর্মী রূপগুলোকে বোঝায়।  যেমন উপন্যা,  উপন্যাসিকা, ছোটগল্প বা নাটক । কল্পকাহিনী। গল্প লেখার ধারণা  গল্প ল...

ফেসবুক গ্রুপ এডমিনদের জন্য টাকা আয়ের সুযোগ! -BanglaRup

ছবি
আপনার কি ফেসবুক গ্রুপ আছে? তাহলে ফেসবুক আপনাকে টাকা আায়ের সুযোগ দেবে। ফেসবুক সাবসক্রিপশন মডেল আনছে। বড় বড় ফেসবুক গ্রুপগুলোতে সদস্য হতে গেলে গ্রুপ অ্যাডমিনরা ৪ দশমিক ৯৯ ডলার থেকে ২৯.৯৯ ডলার পর্যন্ত সাবস্ক্রিপশন ফি চার্জ করতে পারবেন। বুধবার এক ব্লগ পোস্টের মাধ্যমে পরীক্ষামূলকভাবে গ্রুপ সাবস্ক্রিপশনের চালুর বিষয়টি ঘোষণা করে ফেসবুক। এর আগে সব সময়ই ফেসবুক গ্রুপগুলো ফ্রি ছিলো। কিন্তু অদূর ভবিষ্যতে অ্যাডমিনরা প্রিমিয়াম সাবগ্রুপ চালুর সুবিধা পেতে পারেন। এতে করে প্রিমিয়াম সাবগ্রুপের সদস্যরা অ্যাডমিনদের কাছ থেকে আরও মানসম্পন্ন কনটেন্ট পাবেন। তবে অর্থের বিনিময়ে অনেকেই এই সুবিধাটি নিতে চাইবেন না। ফলে গ্রুপগুলো থেকে অনেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। লাইফ স্টাইল ব্লগার সারাহ মুলারের গ্রুপে ঢুকতে হলে ১৪ দশমিক ৯৯ ডলার খরচ করতে হবে। কলেজ কাউন্সিলরেরর কাছে ভর্তি সংক্রান্ত তথ্য পেতে কোনো গ্রুপে যোগ দিতে চাইলে ব্যয় করতে হবে ২৯ দশমিক ৯৯ ডলার। এ ব্যাপারে ফেসবুক জানিয়েছে, যে অ্যাডমিনরা গ্রুপগুলোকে বড় করে তুলতে চায় এবং এর পেছনে নিজের সময় ব্যয় করে তাদেরকে আয়ের সুযোগ করে দিতেই নতুন টুলটি যুক্ত করা হচ্ছে। স...