বলিউডের একজন জনপ্রিয় তারকা টাইগার শর্ফের মত দেখতে বাংলাদেশি জাহাজ ভাঙ্গার কর্মি ভাইরাল হয়েছেন। টাইগার সর্ফের চোখ দু'টো দেখতে হলুদ না হলেও। বডি প্রায় একি রকম দেকতে। কিন্তু তার নাম আর ঠিকানাটা সঠিক ভাবে জানা যায়নি। ছবিটি YassY studio নামে একটি ফেসবুক পেজে শেয়ার করে তারা বলেন, ঢাকার পুনর্ব্যবহারকারী জাহাজ ভাঙ্গা একজন শ্রমিক, তারা অন্য দেশ থেকে কেনা পুরানো জাহাজগুলি পুনর্নির্মাণের জন্য প্রায় শূন্য-সুরক্ষার পরিস্থিতিতে তারা দিনরাত কঠোর পরিশ্রম করে।
তিনি দেখতে সাধারণত বাংলাদেশী মডেলদের চেয়ে ভালো।
এবং আরও বলেন এই ছেলের শুধুমাত্র টাইগার সার্ফের গায়ের রঙ এবং তার চোখের রঙ চেঞ্জ হয়েছে। আমি তাদের মধ্যে কোন পার্থক্য দেখতে পাচ্ছি না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন