৫৬ বছর চিরকুমার থাকায়, ফুলেল শুভেচ্ছা ফেলো নোয়াখালীর মুফিজ মিয়া।

৫৬ বছর কুমার থাকায় উপজেলা চেয়ারম্যান থেকে ''ফুলেল শুভেচ্ছা ফেলো, এবং বিয়ে করার পরামর্শ পান নোয়াখালীর মুফিজ মিয়া''। আমাদের সুবর্ণচরের প্রতিনিধিকে তিনি জানান, আমি (মুফিজ মিয়া) নোয়াখালীর সুবর্ণচরের বাসিন্দা, আমি গ্রামের এক মেয়ের সাথে প্রেম করতাম, নাম ছিলো জরিনা মন্ডল দেখতেও কিছুটা রানু মন্ডলের মত। একদিন মুভির টিকেট কিনে প্রেমিকাকে বলে চল আমরা মুভি দেখতে যাবো কিন্তু তার প্রমিকা জরিনা রাজি না হয়ে সরাসরি না করে দেয় মুফিজেরও আর যেতে পারেনি। পরে টিকেট পুনরায় বিক্রি করতে না পেরে, রাগে ক্ষোভে প্রেমিকার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় মুফিজ মিয়া। সেই থেকে থেকে মুফিজ চিরকুমার রয়ে গেছে। তিনি ফুলেল শুভেচ্ছা এবং বিয়ের অফার পাওয়ায় তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, আমি উপজেলা চেয়ারম্যান থেকে ফুলেল শুভেচ্ছা পাওয়ায় আনন্দিত এবং উচ্ছাসিত কিন্তু আমি বিয়ে করবো না, আমার একটা জাস্ট ফ্রেন্ড আছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনে সুখে থাকাটা খুব বেশী প্রয়োজন

৬৫ বছরের বুড়াকে নিয়ে পালালেন নিজামপুর কলেজের ছাত্রী।