বিশ্বকাপের উদ্বোধনী আসর মাতাবেন যারা।

রোনাল্দো, রবি উইলিয়ামস ও আইদা। ছবি: সংগৃহীত

আর মাত্র তিনদিন পরই শুরু হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’।  ১৪ জুন (বৃবহস্পতিবার) পর্দা উঠছে রাশিয়া বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের মোকাবেলা করবে আয়োজক রাশিয়া।

ad1
ফুটবল তারকারা মাঠ মাতানোর আগে উদ্বোধনী আসর মাতাবেন তিন বিশ্ব তারকা। তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় বিমোহিত হবেন মস্কোর লুঝনিকি স্টেডিয়ামের হাজারো দর্শক। তাদের পরিবেশনায় উদ্বোধনী অনুষ্ঠান টেলিভিশনের পর্দায় দেখবে কোটি মানুষ।

নাচে-গানে স্বাগতিক দেশ রাশিয়ার সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে সবচেয়ে বড় এ ক্রীড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে।

ফিফা এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ‘গ্লোবাল মিউজিক আইকন’ খ্যাত রবি উইলিয়াস। রাশিয়ার জাতীয় স্টেডিয়ামটিতে একসঙ্গে প্রায় ৮০ হাজার লোক বসে দেখতে পারেন।

স্টেডিয়ামের এই বিপুল দর্শক ছাড়াও বিশ্ব মাতবে রবির সংগীতের তালে। উইল স্মিথ ও নিকি জ্যামের গাওয়া টুর্নামেন্টের অফিশিয়াল থিম সং ‘লিভ ইট আপ’ দিয়ে শুরু হবে অনুষ্ঠানের। সঙ্গে থাকবে নাচ আর আতশবাজি।

পরিবেশনায় অংশ নেবেন রাশিয়ার ক্লাসিক্যাল গায়িকা (সোপ্রানো) আইদা গারিফুলিনাও। রাশিয়ার মাটিতে হওয়া টুর্নামেন্টের এবারের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন ব্রাজিলের দুইবার বিশ্বকাপজয়ী কিংবদন্তি খেলোয়াড় রোনালদো।

এক প্রতিক্রিয়ায় রবি উইলিয়ামস বলেন, রাশিয়ায় এক অসাধারণ পরিবেশনা নিয়ে আমি খুবই আনন্দিত এবং আমার মধ্যে খুবই উত্তেজনা কাজ করছে। জীবনে অনেক জায়গায় পারফর্ম করেছি, ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ৮০ হাজার ফুটবল ফ্যান ও  কোটি কোটি বিশ্ববাসীর সামনে পারফর্ম আমার শৈশবের স্বপ্ন। এবার সেই স্বপ্নপূরণ হতে যাচ্ছে।

‘আমি মনোমুগ্ধকর ও স্মরণীয় অনুষ্ঠান দেখতে আমি দর্শকদের স্টেডিয়ামে আসার আহ্বান জানাচ্ছি। আর বাকিদের বলছি তারা যেনো শোর আগেই স্মরণীয় মুহূর্তটি দেখতে আগে থেকেই টিভি টিউন করে রাখেন।’

খবরে বলা হয়েছে, লুঝনিকি স্টেডিয়ামের পাশাপাশি একই সময় মস্কোর রেড স্কয়ারেও বিশ্বকাপ উপলক্ষে কনসার্ট আয়োজন করা হয়েছে। সেখানে থাকবে বর্ষীয়ান স্প্যানিস শিল্পী প্ল্যাসিদো দোমিংগো ও খন দিয়েগো ফ্লোরেজের পরিবেশনা।

উদ্বোধনী আসরের পর মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টায় শুরু হবে ফিফা বিশ্বকাপ ২০১৮ এর প্রথম ম্যাচ। স্বাগতিক রাশিয়া সৌদি আরবের মুখোমুখি হবে। এই মাঠেই এবারের বিশ্বকাপের চূড়ান্ত পর্ব।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জুন ১১, ২০১৮

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনে সুখে থাকাটা খুব বেশী প্রয়োজন

৬৫ বছরের বুড়াকে নিয়ে পালালেন নিজামপুর কলেজের ছাত্রী।